লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান অবতরণের পূর্বে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, লন্ডন সফরের সময়েও সর্বদা সংযোগে থাকবেন। লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎবিভ্রাটের জেরে ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছে তাঁর যাত্রা। এই বিপর্যয়ের জেরে মুখ্যমন্ত্রীর গোটা সফরসূচিতেই প্রভাব পড়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, "আগামী কয়েকদিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা শান্তিতে থাকবেন।" লন্ডনে সোমবার থেকেই কর্মসূচি রয়েছে মমতার। ওই দিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। ২৪ মার্চ ভারতীয় হাইকমিশনের বৈঠক, ২৫ মার্চ রয়েছে বিজিবিএস-এর অনুষ্ঠান, ২৬ মার্চ রয়েছে জি টু জি-র অনুষ্ঠান, ২৭ মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান, ২৮ মার্চ লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন