ভারতীয় দলের জার্সিতে ফের টি-২০ খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? অবসর ভেঙে ফের খেলবেন তিনি? সেই সম্ভাবনা উসকে দিলেন খোদ বিরাট। মজাচ্ছলে হলেও কোহলি বলে গেলেন, ভারত যদি ২০২৮ অলিম্পিক ক্রিকেটের ফাইনালে ওঠে তাহলে তিনি ফাইনাল ম্যাচটি খেলতে পারেন।
১২৮ বছর পরে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলাটিকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। বছর দুই আগে মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কার্যনির্বাহী কমিটির বৈঠকে ক্রিকেটকে এলএ ২৮’ (LA 28)-তে অন্তর্ভূক্তির অনুমদন দেওয়া হয়েছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। তবে এবার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট আয়োজিত হবে। মজার কথা হল, অলিম্পিক কমিটিই ইঙ্গিত দিয়েছে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির অন্যতম কারণ কোহলির জনপ্রিয়তা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন