গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তার রেশ এখনও কাটেনি। শাসক-বিরোধী দুই শিবিরই দফায় দফায় মিছিল করছে, পথেো নেমে প্রতিবাদ জানিয়েছে। হামলা-পাল্টা হামলার খবরও সামনে আসছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর বিরুদ্ধে। আর তারপরই একাধিক জায়গায় সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ফের বিস্ফোরক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। যাদবপুর-কাণ্ডের পর গত রবিবার ও সোমবার বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটাতেও। এত ভাঙচুর কেন চালানো হল? এই প্রশ্নের উত্তরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, 'বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়।'
তবে কি আরও পার্টি অফিস ভাঙা উচিত ছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে উদয়ন বলেন, "আমি ভাঙতে বলছি না। তবে একজন ভদ্রলোকের উপর ওইভাবে আক্রমণ হওয়ার পরও যে বাকিগুলো ভাঙেনি, এটাই আশ্চর্যের।" মন্ত্রীর এমন বক্তব্যে জেলা জুড়ে তীব্র সমালোচনার ঝড়। তবে, এখানেই শেষ নয়, তিনি দাবি করেছেন, ২৬-এর নির্বাচনে যে দাওয়াই প্রয়োজন, সেটাই দেওয়া হবে। কার্যত হুঁশিয়ারির সুরে উদয়ন বলেছেন, "২৬-এর নির্বাচনে যেখানে ক্যাপসুলের প্রয়োজন সেখানে ক্যাপসুল, যেখানে হোমিওপ্যাথির গুলিতে হবে, সেখানে হোমিয়োপ্যাথি গুলি এবং যেখানে অপারেশনের প্রয়োজন হবে, সেখানে অপারেশন করে বিজেপি নেতাদের বুঝিয়ে দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টির নয়টি আসন আমাদের দখল করতে হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন