কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার নদিয়ার দাপুটে তৃণমূল নেতা। ধৃত ওই ব্যক্তির নাম শিবনাথ চৌধুরী। তিনি কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহ-সভাপতির পদে ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর গ্রেফতারি নিয়েই এখন চর্চা জেলার রাজনৈতিক মহলে। তাঁকে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এদিনই তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। শিবনাথ তৃণমূলের কৃষ্ণনগরের টাউন সভাপতিও ছিলেন। শুধু তাই নয়, কালিনগর সোসাইটির চেয়ারম্যানও ছিলেন। ছিলেন আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে। সেই নেতাই গ্রেফতার হতে চর্চা কৃষ্ণনগরের নাগরিক মহলেও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন