বারবার আদালতে জামিন আর্জির পর গত মাসেই একটু স্বস্তির মুখ দেখেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির মামলায় রেহাই পেয়েছিলেন অনেক দিন আগেই কিন্তু হোঁচট খেতে হচ্ছিল সিবিআইয়ের হাতে। অবশেষে গত মাসে প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত ছিল 'কাকু'র এই অন্তর্বর্তী জামিনের পর্ব। হাতে আর মাত্র দশ দিন। তারপরেই আবার হেফাজতেই ফিরতে হত সুজয়কৃষ্ণকে। কিন্তু তার আগেই আদালতে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে দ্বারস্থ 'কাকু'। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে 'কাকু'র জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন তার আইনজীবী। সোমবার বিচারপতি অরজিত বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে হবে এই শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন