যাদবপুরকাণ্ডের এবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠাল রাজ্য পুলিশ। কয়েকদিন আগেই যাদবপুর থানা থেকে চিঠি গিয়েছিল তাঁর বাড়িতে। থানায় এসে দেখা করতে বলা হয়। প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে শুরু থেকেই জল ক্রমশ ঘোলাই হচ্ছে। শনিবার দুপুরের ঘটনা নিয়ে নিজেদের মতো করে অন্তর্তদন্ত শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। ব্রাত্য বসুর গাড়ির তলায় ছাত্রের চাপা পড়া নিয়েও চলছে চাপানউতোর। নিজের তত্ত্ব খাড়া করে যুক্তি সাজিয়ছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এদিকে আবার কলকাতা হাইকোর্টের নির্দেশ আসতেই আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এমতাবস্থায় তরুণ বামদের বড় মুখকে তলব তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। শনিবার সন্ধ্যাতেই যাদবপুর থানায় আসছেন সৃজন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিয়ো ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধে ৬টায় যাদবপুর থানায় যাব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন