অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। গত সোমবার অধিকারী বাড়ির ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ রাজ্যের বেশকিছু হেভি-ওয়েট বিজেপি নেতা। জানা গিয়েছে, কাঁথির শিশিরকুঞ্জের বাসিন্দা, প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ সন্তান ৪২ বছর বয়সি সৌমেন্দু অধিকারী। গত ৩ মার্চ সোমবার সন্ধ্যায় তিনি বিয়ে সারলেন মহিষাদলের বাসুলিয়া এলাকার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে। দুই পরিবারের আলাপ দীর্ঘদিনের। এমএ পাস সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারী। দুই পরিবারের সদস্যের পাশাপাশি বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বহু শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, গত শুক্রবার একেবারে গোপনে সোনাক্ষীর সঙ্গে আইনি বিবাহ সেরেছিলেন সৌমেন্দু। এরপর তমলুকের ৫১ পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দিরে পুজো দেন এই অধিকারী দম্পতি। এরপর গত সোমবার একেবারে শুভলগ্ন দেখে আনুষ্ঠানিক বিয়ে সারলেন কাঁথির বিজেপি সাংসদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন