'ভূতুড়ে' ভোটার তালিকা নিয়ে দিনের প্রথমার্ধ্বে সংসদে সরব হয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁকে সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসবের পর, সোমবার বিকেলে অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সৌগত রায়। দ্রুত বের করে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় নিকটবর্তী রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে আইসিইউ-তে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে সাংসদের। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, জিরো আওয়ারে 'ভূতুড়ে' ভোটার ইস্যুতে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। তাঁরা দাবি করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। তৃণমূল সাংসদদের বক্তব্যে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশেষত সৌগত রায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়। তারই মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ান। 'ভূতুড়ে' ভোটার ইস্যু শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে রয়েছে বলেই দাবি করেন কংগ্রেস সাংসদ। রাজ্যসভাতেও তৃণমূল 'ভূতুড়ে' ভোটার ইস্যুতেও সুর চড়ায়। অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন সাংসদরা। এসবের পরও অধিবেশন চলছিল। বিকেলের দিকে সৌগত রায় আচমকা অসুস্থ বোধ করেন। তা জানার পরই সংসদের কর্মীরা হুইল চেয়ারে করে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে এরএমএন লোহিয়া হাসপাতালে ভর্তি করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন