নিঃশব্দে পরাজিত নায়কের মতো ওয়ানডে ক্রিকেট সরে গেলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ানডে খেলবেন না এই ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হারের পরই ঘোষণা করে দিলেন স্মিথ মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হারের পরই ড্রেসিংরুমে গিয়ে স্মিথ জানিয়ে দেন, ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন। বুধবার ছোট্ট বিবৃতিতে সরকারিভাবে সেটা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় স্মিথের। লেগ স্পিনিং অলরাউন্ডার হিসাবে কেরিয়ার শুরু হয় তাঁর। ক্রমে বিশ্বক্রিকেটের প্রথম সারির তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অস্ট্রেলিয়ার হয়ে মোট ১৭০টি ওয়ানডে খেলে স্মিথের সংগ্রহ ৫ হাজার ৮০০ রান। ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। ওয়ানডেতে গড় ৪৩.২৮। সঙ্গে ২৮টি উইকেটও রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন