অধিনায়ক রোহিত শর্মার একমাত্র লক্ষ্য ছিল আইসিসি শিরোপা জয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় মিস করেছিলেন রোহিত। কিন্তু গত ৯ মাসে তার অধিনায়কত্বে রোহিত ভারতকে দুবার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর, ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতল। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অধিনায়ক রোহিত শর্মা আবেগপূর্ণ বার্তা দেন।
ফাইনাল জয়ের পর ম্যাচ দেখতে আসা ভক্তদের জন্য রোহিত শর্মা বলেন,"যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। দুবাইয়ের ভিড় অসাধারণ ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়, তবুও এমন মনে হয়নি। আমাদের খেলা দেখতে এবং জিততে সাহায্য করতে এত মানুষ এসেছে দেখে আমি খুবই তৃপ্তি পেলাম। তাদের জয় উপহার দিতে পেরে খুশি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন