অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর ক্রিকেটারদের উপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও মন গলল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার নতুন ফতোয়া জারি করা হয়েছে। ভারত এ দলের হয়েও খেলতে হবে সিনিয়র ক্রিকেটারদের। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ৪৫ দিনের সফরে ইংল্যান্ড যাবে ভারতীয় দল। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে দু’টি ম্যাচ খেলবে ভারত এ এবং ইংল্যান্ড লায়ন্স। ৩০ মে প্রথম ম্যাচ। সেন্ট লরেন্সে হবে সেই ম্যাচ। ৬ জুন দ্বিতীয় ম্যাচ হবে নর্দাম্পটনে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন