আরজি করে নির্যাতিতার বাবা মায়ের আবেদন দ্রুত শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণে আবেদন জানানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আবেদনকারীর দাবি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ চলতি সপ্তাহেই জানিয়েছে
কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন সংক্রান্ত মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন।
আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালত গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে। ইতিমধ্যে সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করেছে সিবিআই। কিন্তু, অভয়ার বাবা মায়ের বক্তব্য সঞ্জয়ের ফাঁসির সাজা নয়, এই ঘটনায় যে ষড়যন্ত্র হয়েছে, তার পেছনে যারা রয়েছে, তাদের শাস্তির ব্যাবস্থা করা হোক। পাশাপাশি, সিবিআই তদন্তে আরও একাধিক বিষয় সামনে আসেনি। সিবিআই আরও ভালো করে তদন্ত করুক। জিজ্ঞাসাবাদ করুক গুরুত্বপূর্ণ সাক্ষীদের।
এই আবেদন নিয়ে অভয়ার বাবা মা প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু হাইকোর্ট বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা হাইকোর্টকে এই মামলা শোনার অনুমতি দিয়েছিল। গত সোমবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীয় খান্নার ডিভিশন বেঞ্চ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন