আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের ময়দানে তদন্তকারী সংস্থা সিবিআই। সিজিও কমপ্লেক্স সূত্রের এবার আরজি কর কাণ্ডে গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে আউট পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের তলব করল সিবিআই। জানা গিয়েছে, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের পুলিশ আউট পোস্টে কর্তব্যরত থাকা কলকাতা পুলিশের মোট ১১ জন পুলিশকর্মীকে তলব করল সিবিআই।
এই ঘটনা তদন্ত নেমে সিবিআই কলকাতা পুলিশের থেকে বেশকিছু তথ্য সংগ্রহ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ঘটনার রাতে আরজি করে আউট পোস্টে কর্মরত কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের নামের তালিকা। সেই নামের তালিকা দেখেই আজ ও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। মূলত, তাদের বয়ান রেকর্ড করা হবে।
জানা গিয়েছে, দু'দিনে ভাগ করে কর্তব্যরত পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত, তাঁরা জানতে চাইবেন যে, ঘটনার রাতে কর্তব্যরত পুলিশ কর্মীরা কোনও রকমের সন্দেহজনক কিছু দেখেছিলেন কিনা। এছাড়াও, রাতের বেলা হাসপাতালের ভিতর কোনও বহিরাগত ঢুকেছিল কিনা, সেই বিষয়টিতেও কেন্দ্রীয় তদন্তকারীরা স্পষ্ট উত্তর চাইবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন