গতবছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সন্ন্যাস নিয়েছিলেন রবীন্দ্র জাদেজাও। রবিবার ফাইনাল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওডিআই থেকেও জাদেজার অবসর জল্পনা জোরালো হয় একটি কারণে। সত্যিই কি অবসরে যাচ্ছেন দেশের ইউটিলিটি অলরাউন্ডার ? ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার অনুরাগীদের এ ব্যাপারে কিছুটা আশ্বস্ত করলেন জাড্ডু। যা লিখলেন তাতে পরিষ্কার এখনই সাদা-বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার ইচ্ছে তাঁর নেই।
ঘটনার সূত্রপাত, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে রবীন্দ্র জাদেজা তাঁর স্পেল শেষ করার পর। ১০ওভারে ৩০ রান দিয়ে গতকাল একটি উইকেট তুলে নেন জাদেজা। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ইকনমিক্যাল স্পেল আসে জাড্ডুর হাত থেকেই। স্পেল শেষ করার পর জাদেজা বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। যে ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সতীর্থকে জাদেজার আবেগঘন আলিঙ্গন নেটাগরিকদের মনে প্রশ্নের জন্ম দেয়, তাহলে কি ফাইনালের পর সাদা-বলের ক্রিকেটকে গুডবাই জানাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ? বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে লেখালেখি হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন