অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হল বলে জানা গিয়েছে। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে বিভাগীয় মনোনয়ন ঘিরে বেশ কয়েকটি অনিয়ম অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।প্রসঙ্গত, সম্প্রতি বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর (মোগলসরাই) থেকে পূর্ব-মধ্য রেলওয়ের ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতার এবং ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। ঘটনাচক্রে, তার পরেই এই পদক্ষেপ করল রেলওয়ে বোর্ড। এর পাশাপাশি, সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি)-কে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন