বেসরকারি স্কুলে লাগামহীন বেতন বৃদ্ধি রুখতে একটি আইন চালু করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় এমন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্ন করেন বাঁকুড়া জেলার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। জবাবে বেসরকারি বিদ্যালয়গুলিতে বেতন বৃদ্ধি, তা নিয়ে অভিভাবকদের উপর চাপ, বিদ্যালয়ের কাচ ভেঙে পড়ার মতো অভিযোগের কথা মেনে নেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এমন বিভিন্ন ধরনের অভিযোগ সরকারের কাছে পৌঁছেছে। এগুলি বন্ধ করতে একটি কমিশন গঠন করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি রুখতে সরকার বিধানসভায় একটি বিল আনতে চলেছে বলেও জানান ব্রাত্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন