এবার থেকে পাসপোর্ট পেতে গেলে বাধ্যতামূলক হচ্ছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। ১৯৮০ সালের পাসপোর্ট আইনে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার। নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১ অক্টোবর ২০২৩ তারিখ বা তার পরে জন্ম নিয়েছেন এমন কোনও আবেদনকারী পাসপোর্টের আবেদন করতে গেলে বাধ্যতামূলকভাবে তাকে দিতে হবে জন্ম শংসাপত্র।বিদেশমন্ত্রকের তরফে গত ২৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ২৪ নং ধারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে। ২০২৫ সালের পাসপোর্ট আইনে কার্যকর হবে নয়া বিধি। নয়া নিয়ম চালু করার দিন থেকেই কার্যকর হবে এই সংশোধনী। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, জন্মের পর পুরসভা থেকে যে জন্ম শংসাপত্র দেওয়া হয়, সেই নথি আবশ্যিক হবে পাসপোর্ট পাওয়ার জন্য। শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা হতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন