শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময় ভট্টাচার্যের! এবার অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হল তাঁর নাম। ইডির তরফে পিটিশনে এই বিষয়টি জানানো হয়েছে আদালতে।
কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন। পরবর্তীতে তা মঞ্জুর হয় ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে। জানা যায়, নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানান কল্যাণময়। এরপরই ইডির বিশেষ আদালতে বিচারক জানান, কল্যাণময় একজন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন। কল্যাণময়ের আবেদন অনুযায়ী আদালত নির্দেশ দেয়, তিনি নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন। নির্দেশ মোতাবেক গত মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দেন কল্যাণময়। আগামী ২৬ মার্চ ও ৩১ মার্চ পার্থর বিরুদ্ধে সাক্ষ্যদান করতে পারেন আরও দু-জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন