![]() |
কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। এ নিয়ে বুধবার আদালতে প্রশ্নের মুখে পড়লেন মুখ্যসচিব মনোজ পন্থ। যদিও তিনি নিজের ভুল স্বীকার করে নেন মুখ্যসচিব। বলেন, "আর ভুল হবে না।" তবে যে সব বিভাগ কলকাতা হাই কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কী পদক্ষেপ করা হল, ২ এপ্রিল মুখ্যসচিবকে হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে, নির্দেশ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজশেখর মন্থর ডিভিশন বেঞ্চের। কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে গিয়েছে রাজ্য সরকার। এরপরই আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজশেখর মন্থর ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। আজ মুখ্যসচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ মেনে ভারচুয়ালি আদালতে হাজিরা দেন মনোজ পন্থ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন