লিখিত আবেদন নয়। অন্যত্র পোস্টিং কিংবা বদলির জন্য এবার থেকে অনলাইনে আবেদন করতে হবে। এই নির্দেশিকা পুলিশ কর্মীদের জন্য। নবান্ন সূত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন থেকে পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলির লিখিত আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
পিপিএমএস অ্যাপ (মোবাইল অ্যাপ) ও ই-এইচআরএমএস পোর্টাল (কম্পিউটার মাধ্যম) আবেদন করতে হবে। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারী সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারি সাব-ইনস্পেক্টর (মোটর পরিবহন), কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
যদিও শারীরিক অসুস্থতার কারণে বদলির জন্য সারা বছরই আবেদন করা যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন