হারের পরেও মুগ্ধ মিচেল স্যান্টনার। মুগ্ধ প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখে। অনেক লড়াই করেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছে নিউ জিল্যান্ডকে। ম্যাচ শেষে ভারতের জয়ের নায়ক বেছে নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। তাঁর মতে, রোহিতই হারিয়ে দিয়েছেন তাঁদের।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৫২ রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন রোহিত। পেসারদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন তিনি। প্রথম পাওয়ার প্লে-তে ৬৪ রান করে ভারত। ১৮ ওভারের মধ্যে ১০০ রান হয়ে যায়। সেখানেই তাঁরা হেরে গিয়েছেন বলে মনে করেন স্যান্টনার। তাই সব কৃতিত্ব রোহিতকে দিয়েছেন তিনি।
খেলা শেষে সাংবাদিক বৈঠকে স্যান্টনার বলেন, "আমার মনে হয় প্রতিযোগিতার আগে রোহিতকে যদি জিজ্ঞাসা করা হত, কোন ম্যাচে ও সবচেয়ে বেশি রান করতে চায়, তা হলে ও ফাইনালের কথাই বলত। ওর ব্যাটিং বোলারদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। শুভমন তো খারাপ বলের জন্য অপেক্ষা করছিল। রোহিত ভাল বলেও ছক্কা মারছিল। ওর ব্যাটিংই আমাদের হারিয়ে দিল। ১১ জন নয়, এক জনের কাছেই আমরা হেরে গেলাম।" তিনি আরও বলেন, "আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে রোহিত আউটও হতে পারত। কিন্তু ও নিজের স্বাভাবিক ব্যাটিং থেকে সরেনি। এই মন্থর উইকেটে শুরুতে দ্রুত রান করার পরিকল্পনা ওদের কাজে লেগেছে। ওরা যখন বিনা উইকেটে ১০০ রান করেছিল, তখনই আমরা ম্যাচের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। রোহিত একাই ভারতকে জিতিয়ে দিল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন