বঙ্গে আগমন কালবৈশাখীর! বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বিকেল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। কলকাতাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন