সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আগামী সোমবার শপথ নেবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তাঁকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। সুপ্রিম কোর্টে বিচারপতি পদে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৪। বিচারপতি বাগচীর শপথের পরে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩৩।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৬ মার্চ বিচারপতি বাগচীর নাম সুপারিশ করে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের ওই সুপারিশ অনুসারে পরবর্তী পদক্ষেপ করে আইন মন্ত্রক। গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। সেই মতো আগামী সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন