নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন। এর আগে জামিন পেয়েছেন অনেকেই। ইতিমধ্যেই জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষরা। হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু'ও। এবার জামিন পেলেন অয়ন শীল।
মূলত পুর নিয়োগ দুর্নীতির অভিযোগেই প্রথম সামনে আসে অয়ন শীলের নাম। পরে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেই নিয়োগ মামলা থেকেই অব্যাহতি পেলেন অয়ন শীল।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার জামিন পেয়েছেন অয়ন শীল। এদিন শর্ত সাপেক্ষে অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। ১ লক্ষ টাকার দুটি সিওরিটি বন্ডে (৫০ হাজার টাকা করে) জামিন মঞ্জুর করা হয়েছে। বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। অন্যতম শর্ত হল, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হুগলির বাইরে যেতে পারবেন না অয়ন শীল। তবে তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে মুক্ত হচ্ছেন না অয়ন শীল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন