যাদবপুরকাণ্ডে আরও এক পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। শৌন্যদীপ ওরফে উজান নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের ওই পড়ুয়াকে বুধবার ডেকে পাঠানো হয়েছিল যাদবপুর থানায়। জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন 'শিক্ষাবন্ধু'র অফিসে অগ্নিকাণ্ড ঘটে যায়। তা নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে শৌন্যদীপকেও। বলে রাখা ভাল, এত আগে এই মামলায় সাহিল আলি নামে এক পড়ুয়াকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার আলিপুর আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন