চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল অপরাজিত ভারত। বাংলাদেশ, পাকিস্তানের পর জয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও। রবিবার ভারত জিতল ৪৪ রানে। একাই পাঁচ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ভারত প্রথমে ব্যাট করে ২৪৯ রান করে। নিউ জিল্যান্ড শেষ হয়ে গেল ২০৫ রানে। যে মাঠ বিখ্যাত ক্যাচ পড়ার জন্য, সেই মাঠেই একের পর এক ক্যাচ নিলেন গ্লেন ফিলিপ্সেরা। আর সেই ফিল্ডিংয়ের দাপটে গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত, আটকে গেল রানও। ভারত ফিল্ডিং করার সময় ফিল্ডিংয়ে সেই দাপটে ছিল না। দেখা গেল বরুণদের স্পিনের ফাঁদ। যে ঘূর্ণিতে একের পর এক ভুল করতে বাধ্য হলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা। ব্যতিক্রম শুধু কেন উইলিয়ামসন (৮১)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হর্ষিত রানার জায়গায় বরুণকে দলে নেয় ভারত। দুবাইয়ের পিচে স্পিনারেরা সাহায্য পাচ্ছেন। সেটা মাথায় রেখে রবিবার চার জন স্পিনারকে নিয়ে মাঠে নামে ভারত। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা প্রমাণ হয়ে গেল ম্যাচ শেষে। বরুণ একাই পাঁচ উইকেট তুলে নিলেন। দু'টি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট তুলে নেন রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং হার্দিক পাণ্ড্য। নিউ জ়িল্যান্ডের হয়ে পেসারেরা সাতটি উইকেট নিয়েছিলেন। ভারতের স্পিনারেরা নিলেন ন'টি উইকেট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন