এবার সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী! সূত্রের খবর, তাঁকে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এমনকী ২০৩১ সালের দেশের প্রধান বিচারপতির আসনেও বসতে পারেন তিনি। সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে তাঁরাই জয়মাল্য বাগচীর 'সুপ্রিম' আগমণে গ্রিন সিগন্যাল দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই কলেজিয়ামই বলছে ২০৩১ সালের ২৬ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসবেন জয়মাল্য বাগচী। এই খবর নিয়েই এখন চর্চা বাংলা তো বটেই, গোটা দেশজুড়ে। বর্তমানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসাবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় নবতম সংযোজন জয়মাল্য বাগচীর নাম। এদিকে তথ্য বলছে, ২০১৩ সালের ১৮ জুলাই আলতামাস কবীর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন। তারপর থেকে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি ওই আসনে বসেননি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের হিসেব-নিকেশ এও বলছে ২০৩১ সালের ২৫ মে পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আসনে থাকবেন বিচারপতি কেভি বিশ্বনাথন। তিনি অবসর নিলেই ওই আসনে বসবেন বিচারপতি বাগচী। কাজ চালিয়ে যাবেন ওই বছরের ২ অক্টোবর পর্যন্ত। যদিও সে অনেক পরের কথা হলেও আপাতত তাঁর 'সুপ্রিম গমনে' তুমুল চর্চা কলকাতার আইনজীবী মহল থেকে হাইকোর্টের অন্দরে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন