![]() |
একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার ১০ হাজার টাকা নিয়েছে। অথচ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেনি। কেউ বিয়ে করে ফেলেছে তো কেউ আবার ভিনরাজ্যে কাজে যোগ দিয়েছে। হিসেব বলছে, গত বছরের তুলনায় এবছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২ লক্ষ। যা চিন্তা বাড়িয়েছে শিক্ষাদপ্তরের। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। তার মধ্যে একাদশ শ্রেণির জন্য রেজিস্ট্রেশন করেছিল ৫ লক্ষ ৬৪ হাজার পড়ুয়া। অথচ এই বছর পরীক্ষা দিচ্ছে মাত্র ৫ লক্ষ ৮ হাজার ৪১৩ জন। অর্থাৎ প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী কমেছে। একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় বসতে চায় না অনেকে। কেউ কেউ পরিবারের প্রয়োজন জীবিকার খোঁজ শুরু করে। কেউ কেউ তো রোজগারের আশায় ভিনরাজ্যেও পাড়ি দেন।
কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে চিন্তিত শিক্ষা দপ্তর।
শিক্ষাবিদ পবিত্র সরকার বলছেন, "টাকা তো সবার দরকার। সবমসময় দরকার। তাই টাকা নিয়েছে। কী আর করা যাবে! এটা তার বিবেকের প্রশ্ন। কিন্তু বিষয়টা অত্যন্ত হতাশাজনক। পরীক্ষায় আগ্রহ কমছে কারণ পড়াশোনায় আগ্রহ কমছে। তাই পরীক্ষায় বসছে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন