এক দিনের বিশ্বকাপ হাতছাড়া হলেও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত বাহিনী। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। তার আগে অধিনায়কের প্রশংসায় মাতলেন কোচ গৌতম গম্ভীর। কেন রোহিত এত সফল সেটাও জানিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি-র ভিডিয়োয় গম্ভীর বলেছেন, "রোহিত এক জন এটা ভুলে যান। ওর সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। ও খুব ভাল ছেলে। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ভাল মানুষ হলে ভাল নেতাও হতে পারবেন। আমার মনে হয় সেই কারণেই ও আইপিএলে এতগুলো ট্রফি জিতেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও হাতে তুলেছে।"
গম্ভীরের সংযোজন, "এখন সেগুলো ইতিহাস। অতীত নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের সামনে নতুন পরীক্ষা রয়েছে। আশা করি রোহিত নিজের সেরা ফর্মে থাকবে। শুধু ব্যাটিং নয়, নেতা হিসাবেও মাঠে নিজের সেরাটা দেবে।"
উল্লেখ্য, রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সে বছরই এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল দল। এই চার বারই ভারতের অধিনায়কের নাম রোহিত শর্মা। তিনি ছাড়া বিশ্বের আর কোনও অধিনায়কের এই নজির নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন