ব্লাড প্রেশারের ওষুধ, যা কি না এখন ঘরে ঘরে মানুষ খান৷ সেই ওষুধও বেমালুম জাল হচ্ছে! এবার আমতা থেকে উদ্ধার হওয়া প্রেসারের ওষুধের রিপোর্ট জমা করল ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল। রাজ্যের এই রিপোর্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওই প্রেসারের ওষুধ সম্পূর্ণ জাল। উচ্চ-রক্তচাপ জনিত সমস্যায় চিকিৎসকরা যে ওষুধ দিয়ে থাকেন তার অন্যতম হল 'টেলমা এএম ৪০'। সেই ওষুধ নিয়েই চলছিল কালোবাজারি।
এই ওষুধ সম্পর্কে প্রস্তুতকারী সংস্থাকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছিল, মূল ওষুধের কোন কোন অংশ নকল করা হয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল'কে গোটা বিষয় জানানো হয়েছে। উচ্চ রক্তচাপের এর যে ওষুধ জাল করা হয়েছে, তার ব্যাচ নম্বর 05240367 । এই ব্যাচ নম্বরের সঙ্গে আসল ওষুধের ব্যাচ নম্বরের সম্পূর্ণ মিল রয়েছে। অর্থাৎ, ব্যাচ নম্বর জাল করা হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন