গতকালই তৃণমূলের মহিলা কর্মীদের সঙ্গে তাঁর বচসায় তুলকালাম কাণ্ড ঘটেছিল খড়গপুরে। মেজাজ হারিয়ে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল, গলা টিপে দেবো। রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করব। কারও বাপের টাকা নয়। দিলীপের এই মন্তব্য ঘিরেও বিতর্ক ছড়ায়।
যদিও নিজের এই ধরনের মন্তব্যের জন্য একেবারেই অনুতপ্ত নন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বরং শনিবার সকালে আরও আগুনে মেজাজে পাওয়া গেল মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে। দিলীপের স্পষ্ট কথা, 'যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদপি করতে এলে বাড়ি থেকে টেনে এনে পিটব, সে যে পার্টিরই হোক।'
দিলীপ ঘোষ আরও বলেন, 'যত বড় নেতা হোক দিলীপ ঘোষ কারও বাপের জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, না হলে আমরাও জানি তাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরে কারও বাপের জমিদারি নয়, দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটি লোকের অসুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেননি, এত বছর কাউন্সিলর, এমএলএ হয়ে কিছু করতে পারেননি তিনি বলছেন আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এক্স এমপি দিলীপ ঘোষ। মানুষ কি মুখে ঘাস দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওইখানে, আর দম থাকলে ড্রেনটা করে দেখা। দিলীপ ঘোষ তো রাস্তা করে দিয়েছে।' শনিবার সকালে খড়্গপুরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দিতে যান দিলীপ ঘোষ৷ সেখানেই তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন