কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হল ৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্য বেড়ে দাঁড়াল ৩৭ শতাংশ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ৪৮ লক্ষ ৬৬ হাজার বর্তমান কর্মচারী ও ৬৬ লক্ষ ৫৫ হাজার পেনশনভোগী লাভবান হবেন। ২ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর ফলে কেন্দ্রের বছরে ৬৬১৪.০৪ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের ফর্মুলা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন