মামলার জন্য আটকে আছে নিয়োগ, রাজ্য সরকার চাইলেও চাকরি দিতে পারছে না। এমনই অভিযোগ বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার বিধানসভাতেও একই অভিযোগ করলেন তিনি। সেই সঙ্গে জানালেন ওবিসি-মামলার জট কাটলেই রাজ্যে ২ থেকে ৩ লক্ষ নিয়োগ হবে। ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে, এমন অভিযোগে ২০১০ সালের পরের সব সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গত মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চায় রাজ্য সরকার। রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ সমীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে রাজ্যকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন