রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা করল নবান্ন। আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সরকারি কর্মীদের বেতন মাসে ৪৪ হাজার টাকার মধ্যে, তারাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন। তার বেশি মাসিক বেতনধারীরা বোনাসের আওতায় পড়বেন না। মুসলিম কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে পাবেন টাকা। এর পাশাপাশি বোনাস পাবেন পেনশনভোগীরাও।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের যে কর্মীদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা ৬,৮০০ টাকা পাবেন। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন এবং ভাতা পর্যালোচনা) নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা সংযুক্ত নয়। ২০২৫ সালের ৩১ মার্চের পরে যাঁদের বেতন ৪৪ হাজার টাকা গণ্ডি ছাড়িয়ে যাবে, তাঁরাও এই বোনাস পাবেন। ২০২৪-২৫ অর্থবর্ষে যে সব কর্মীরা টানা ছ'মাস কাজ করেছেন, তাঁরই এই 'অ্যাড হক' বোনাসের দাবিদার। তবে অবশ্যই তাঁদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে হতে হবে। যে অস্থায়ী কর্মীরা ২০২৪-২৫ অর্থবর্ষে ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
‘এর পাশাপাশি বোনাস পাবেন পেনশনভোগীরাও। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা এই বোনাস পাবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন