কোর কমিটিতেই আস্থা। বীরভূম নিয়ে দলের অবস্থান স্পষ্ট করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের নির্দেশ মতন আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ভবনে হতে চলেছে ভুতুড়ে ভোটার খোঁজের জন্য গঠিত কোর কমিটির প্রথম বৈঠক। সেই অনুযায়ী, কোর কমিটির ৩৬ সদস্য ছাড়াও আমন্ত্রণ জানিয়ে জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের ডাকা হয়েছে।
ব্যতিক্রম বীরভূম, সেখানে জেলার জন্য গঠিত কোর কমিটিকে ডেকে পাঠানো হয়েছে। গত সপ্তাহে, ইন্ডোরে বিশেষ অধিবেশনের সভায় বীরভূম নিয়ে দু'লাইনের বক্তব্যের ব্যাখ্যায় কোর কমিটির প্রতি আস্থার ব্যাখ্যা করেছিল রাজনৈতিক মহল। দলের চেয়ারপার্সনের কথা বুঝে দ্রুত কোর কমিটির বৈঠক ডাকা হোক, চাইছেন সদস্যদের অনেকেই।
দু'মাস পেরিয়ে গেলেও, হচ্ছে না কোর কমিটির বৈঠক। এরই মাঝে কাঁকরতলা থেকে বোলপুর একাধিক বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। একাংশের অভিযোগ এক্ষেত্রে দলের নেতাদের মতানৈক্য দায়ী। বীরভূমে কবে হবে কোর কমিটির বৈঠক? চাপ বাড়াচ্ছেন সদস্যরাই।জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। এর পরেই জেলা রাজনীতিতে চর্চা চলছিল জেলার সংগঠনের চেহারা কী হবে? অনুব্রতর অনুপস্থিতিতে যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছিলেন তারা দেখবেন সংগঠন? নাকি ফের জেলা সভাপতি হিসাবে একাই সামলাবেন কেষ্ট মণ্ডল। চলতে থাকা জল্পনার মাঝে কোর কমিটির বৈঠক বসলেও, ঠান্ডা লড়াই বজায় ছিল নেতাদের অন্দরেই। এরই মধ্যে বারবার অনুব্রত বনাম কাজল নানা ঘটনা নিয়ে চর্চা বাড়তে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন