মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। ফলে ব্রাজিলের বিরুদ্ধে মহাযুদ্ধ আসলে হয়ে দাঁড়িয়েছিল সম্মানের লড়াই। সেই লড়াই আর্জেন্টিনা একতরফা ভাবে জিতল। ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলল স্কালোনির দল। কে বলবে, এই দলটায় লিওনেল মেসি নেই! তাতেও ৪-১ ব্যবধানে জিততে বিন্দুমাত্র অসুবিধা হল না আর্জেন্টিনার। অবশ্য ব্রাজিলেও নেইমার ছিলেন না। প্রায় ২০ বছর পর মেসি-নেইমারহীন দ্বৈরথ দেখল ফুটবল বিশ্ব। সেই সঙ্গে দুটো দলের পার্থক্যও দেখল। মেসিকে ছাড়া হয়তো আর্জেন্টিনার নৈপুণ্য কমতে পারে, কিন্তু কার্যকারিতা কমে না। অন্যদিকে শুধু নেইমারের অভাব নয়, অনেক কিছু নিয়েই ভাবতে হবে ব্রাজিলভক্তদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন