আচমকাই বুকে ব্যথা। রবিবার সকালে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল সঙ্গীতশিল্পী এ আর রহমানকে। চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, এদিন সকাল ৭.৩০টা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। চিকিত্সকরা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম-সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ আর রহমানের এনজিওগ্রাম করা হতে পারে। অস্কারজয়ী সুরকারের জন্য বিশেষ চিকিত্সকদের একটি দল গঠন করা হয়েছে। আরও জানা গিয়েছে, গতকাল রাতেই লন্ডন থেকে ফিরেছেন এ আর রহমান। চিকিৎসকদের মতে, রমজানের রোজা রাখার কারণে ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন