নিজের কেন্দ্র রামনগরেই পুলিশের হাতে হেনস্থা'র শিকার হলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। এই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে অখিলকে পিছন দিকে চেপে ধরে সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে র্যাফ বাহিনীকে। বিধায়কও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন। তার জেরেই ধস্তাধস্তি! পরে পুলিশ-র্যাফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে অখিলকে। কৃষি সমবায়ের ভোট ঘিরে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়েছিল কাঁথিতে। সেখানে অখিল-পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, এলাকায় ‘সন্ত্রাস’ চালানোর অভিযোগ উঠেছে। তা নিয়ে উত্তেজনার আবহে রামনগরে পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে তাঁকে হেনস্থার অভিযোগ তুলেছেন অখিল। তাঁর অভিযোগ, রামনগর কলেজে আধার কার্ডের প্রতিলিপি নিয়ে ভোট দিতে যাওয়ায় অনেক ভোটারকে বাধা দেওয়া হচ্ছিল। আধার কার্ডের প্রতিলিপি উপযুক্ত নথি নয় বলে জানিয়ে পুলিশ ভোটারদের বাধা দিচ্ছিল। তা নিয়ে বিবাদের খবর পেয়ে সেখানে গিয়ে তিনি হেনস্থার স্বীকার হয়েছেন বলে দাবি বিধায়কের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন