গরম লাগছে বাইরে বেরলেই! কেউ কেউ তো ইতিমধ্যেই লেপ কম্বল তুলতে শুরু করে দিয়েছেন! এ বছরের মতন শীতের পাঠ চুকল বোধহয়। তবে না। আবহাওয়া অফিস বলছে, নিজের চরিত্র বদল করছে আবহাওয়া। সপ্তাহের শেষ থেকে পাল্টি খাবে সে। আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষে আরও এক দফা শীতের কামড়। শুক্রবার থেকেই ফের ঠাণ্ডা বাড়বে বাংলায়। শনি-রবিবার অনেকটাই নামতে চলেছে পারদ। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে ১৬ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা বলে খবর। অপরদিকে, ফের ১০ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার পারদ। ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে বাঁকুড়া-বীরভূমের তাপমাত্রা। তবে দিনে শীতের আমেজ পাওয়ার আশা আর নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন