সপ্তাহান্তেও পিছু ছাড়বে না বৃষ্টি। আজ, রবিবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ১১ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরমধ্যে তিন জেলায় দুর্যোগের সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির ফলে আগামী দু-তিনদিনে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।
আজ দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০- ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। তিন জেলাতেই বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন