বসন্তের শুরু থেকেই বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে কমতে শুরু করবে বৃষ্টি। আগামী তিনদিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে, দিনভর আংশিক মেঘলা আকাশ, কখনও আবার সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে প্রয় সমস্ত জেলাতে। ভোরের দিকে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা । তবে, বৃষ্টিপাতের পরিমাণ সোমবার থেকে আরও কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। চলতি সপ্তাহে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। অনুভূত হবে হালকা গরম। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন