রাজ্য বাজেটে বড়সড় চমক। সরকারি কর্মীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ শতাংশ হারে ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য বাজেটে। তার ফলে এবার থেকে মোট ১৮ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা। বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে তা পাবেন সরকারি কর্মীরা। পেনশনভোগীরাও নয়া হারে ডিএ পাবেন। অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বাজেটে এই ঘোষণায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। এর আগে গত বছরেও বাজেটে ডিএ বাড়ানো হয়। সেবারও ৪ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছাব্বিশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন সরকারী কর্মচারীদের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন