বাংলায় বিনিয়োগ টানতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। লক্ষ্য বাংলাকে বিশ্বের দরবারে শিল্প সম্ভাবনায় শ্রেষ্ঠত্বের অধিকারী করা। সেই লক্ষ্য নিয়েই ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আসর বসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর এটি অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এবারও শিল্প সম্মেলন থেকে বিপুল বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্য। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। প্রচারে ভিডিও প্রকাশ করেছে সরকার। আজ বিকেলে চা চক্রের মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে এই সম্মেলন।
এবারের শিল্প সম্মেলনে যোগ দেবে ২০টি দেশ। এছাড়া ভুটানের রাজা আসছেন। আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে দেশের এক নম্বর শিল্প সম্ভাবনাময় রাজ্য হিসেবে গড়ে তুলতে তেমনই পরিকাঠামো উন্নীত করেছেন, তৈরি করেছেন ল্যান্ড ব্যাঙ্ক। তারপর রয়েছে দক্ষ শ্রমিক। একজানালা নীতিও চালু করেছেন শিল্পের পরিবেশকে সহজতর করতে। বিনিয়োগ টানতে তিনি বিদেশ সফরও করেছেন। আর রাজ্যে শিল্প সম্মেলন করে বিশ্বের নজর তো কেড়েই নিয়েছেন। এই পরিস্থিতিতে এবারের সম্মেলনে নতুন বিনিয়োগের লক্ষ্য ছাড়াও গতবারের বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন