বাংলার দেখাদেখি বেশকিছু রাজ্য বাণিজ্য সম্মেলন শুরু করেছ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য বোঝাতে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন আগামিকাল, বৃহস্পতিবার থেকে দেউচা পাচামি প্রকল্পে কাজ শুরু হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই ঘোষণা করেছেন, বাংলায় শিগগিরই ফের বড় বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী।
এ দিন থেকেই নিউ টাউনে বসেছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। সেখানে হাজির হয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কাদের মতো প্রথমসারির শিল্পপতিরা৷বাংলায় বিনিয়োগে আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অনেক আকারে বড়। ২০০ বেশি বিদেশি প্রতিনিধি এখানে আছেন। এটাকে আপনারা আপনাদের সুইট হোম ভাবুন। বাংলাকে ভুলবেন না। বাংলা আপনাকে ভুলবে না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন