রাত পেরিয়ে সকাল। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরে ধানমন্ডির বাড়িতে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। বুধবার রাত যখন ৯টা নাগাদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা সামনে আসার পরেই এই হামলা বলে জানা গিয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি ও মিউজিয়ামে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বৃহস্পতির সকালেও ছবিটা এতটুকু বদলায়নি। হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগ আয়োজিত ভাষণে শেখ হাসিনা বর্তমান শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। যা নিয়ে হাসিনা-বিরোধীরা ক্ষোভে ফুঁসতে থাকে। রোষ গিয়ে পড়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। মুজিবের বাড়িতে প্রথমে তাণ্ডব চালানো হয়। পরে নিয়ে আসা হয় বুলডোজার ৷উল্লেখ্য, এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ-সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল। পরে এই বাড়িটিকে তাঁর স্মৃতিতে জাদুঘর হিসেবে গড়ে তোলেন মুজিবকন্যা হাসিনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক হাজার মানুষ ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ির সামনে উপস্থিত হয়। তারপর তাণ্ডব শুরু করে। বাড়ির বাইরে স্লোগান ওঠে, এই বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন