ওড়িয়া সিনেজগতে নক্ষত্রপতন। প্রয়াত জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। ফেব্রুয়ারি মাসের গোড়াতেই অভিনেতার গুরুতর অসুস্থ হওয়ার খবর সামনে আসে। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। প্রথমে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি থাকলেও পরে আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা আর হল না। মাত্র ৬৬ বছর বয়সেই চিরতরে পরলোকের উদ্দেশে রওনা হলেন ওড়িয়া সিনেজগতের 'পয়লা সুপারস্টার' উত্তম মোহান্তি। জানা গিয়েছে, দিল্লির হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। ওড়িয়া সিনেজগতের নক্ষত্রপতনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন