ফের ভারতের কাছে হারল বাংলাদেশ। প্রথমে মহম্মদ শামির আগুনে বোলিং, তারপর শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরি, দুইয়ের সৌজন্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় উড়িয়ে জয় পেল ভারতীয় দল। ৬ উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। বাংলাদেশের প্রাপ্তি বলতে তোহিদ হৃদয়ের লড়াকু শতরান। একতরফা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এবার ভারতের পরবর্তী টার্গেয় পাকিস্তান 'বধ'।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে-তেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যা নাজমুল হোসন শান্তর দল। একটা সময় বাংলাদেশেকর স্কোর ছিল ৩৫ রানে ৫ উইকেট। সেখান থেকে দলকে টানেন তোহিদ হৃদয় ও জাকের আলি। ১৫৪ রানের পার্টনারশিপ করে দলকে সম্মানজনক জায়গায় পৌছে দেন দুজন। জাকের আলি ৬৯ করে ফিরলেও তোহিদ হৃদয় নিজের শতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মহম্মদ শামি। এছাড়ডা হর্ষিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ৬৯ রানের ঝোড়ো পার্টনারশিপ করেন তাড়া। রোহিত ৪১ রান করে ফিরলেও শুভমান গিল নিজের ইনিংস চালিয়ে যান। বিরাট কোহলিও বড় রান করতে ব্যর্থ হন। ২২ করে আউট হন বিরাট। শ্রেয়স আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল করেন ৮ রান। ৪ উইকেট পড়ার ভারতকে জয়ের লক্ষ্যে পৌছে দেন শুভমান গিল ও কেএল রাহুল জুটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন