শিক্ষা ক্ষেত্রে এবার অভিনব উদ্যোগ নিল কেন্দ্রের সরকার। শনিবার পেশ করা সাধারণ বাজেটে সরকারি স্কুলের জন্য যে ঘোষণা করা হয়েছে, তা পড়ুয়াদের কথা মাথায় রেখেই। বিশেষত, প্রত্যন্ত অঞ্চলের যে সব পড়ুয়ারা এখনও প্রযুক্তি থেকে অনেক দূরে, তাদের জন্যই বেশ কয়েকটি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, মাধ্যমিক (সেকেন্ডারি) থেকে প্রাথমিক (প্রাইমারি)- সব সরকারি স্কুলে দেওয়া হবে ব্রডব্যান্ড কানেকশন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও কানেকশন দেওয়ার ব্যবস্থা হবে। এর পাশাপাশি ৫০,০০০ সরকারি স্কুলে তৈরি করা হবে বিশেষ ল্যাব। যার নাম হবে 'অটল টিংকারিং ল্যাব'। আগামী ৫ বছরে ওই ল্যাবগুলি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে। ওই ল্যাবগুলি থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরও বেশি তথ্য জানতে পারবে পড়ুয়ারা। এছাড়াও দেশের পাঁচটি আইআইটি আরও বর্ধিত করতে টাকা বরাদ্দ করবে কেন্দ্র। আরও ৬৫০০ আসনও বাড়বে ওই প্রতিষ্ঠানগুলিতে। AI-এর জন্য় তৈরি হবে উৎকর্ষ কেন্দ্র। কৃষি বা স্বাস্থ্যের ক্ষেত্রে কীভাবে AI ব্যবহার করা যায়, তা নিয়েই হবে গবেষণা। অন্যদিকে, মেডিক্যাল কলেজগুলিতে ১০,০০০ হাজার আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন