৯টি আসনের মধ্যে ৯টিতেই জয়পেল তৃণমূল সমর্থকরা। গত লোকসভা ভোটে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী রামনগরের বিধায়ক অখিল গিরির এলাকায় প্রায় দশ হাজার ভোটে লিড পেয়েছিল। এই সমবায় সমিতিতে জয়লাভের পর তৃণমূল অর্থাৎ অখিল গিরি ফের ঘর গোছাতে শুরু করে দিল।
রামনগর এক নম্বর ব্লকের দুবলাবাড়ি টেংরামারি কৃষি উন্নয়ন সমিতির ভোটে, জয়লাভ করল তৃণমূল সমর্থিত সকল প্রার্থী। অখিল গিরির বিধানসভা এলাকায় রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি ২ পঞ্চায়েতের এই সমবায় সমিতির ভোটে পুরোপুরি ধরারশাই হল বিজেপি। এই তালগাছারী দুই পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। গত লোকসভা ভোটে অর্থাৎ অখিল গিরির এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় দশ হাজার ভোটে লিড পেয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন