প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। ওই চার্জশিটে প্রথমেই নাম রয়েছে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। এছাড়া অরুণ হাজরা ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। আজ, শুক্রবার কলকাতা নগরদায়রা আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। জানা গিয়েছে, চার্জশিটে নতুন করে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। এছাড়া জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও রয়েছে চার্জশিটে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।
সূত্রের খবর, মোট ১১ জন সাক্ষীর গোপন জমানবন্দী নেওয়ার আবেদন করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের ধারাও যোগ করায়, এবার আরও বিপাকে সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাথার ঘাম পায়ে ছুটেছে সিবিআইয়ের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন